১। গ্রামীণ এলাকায় হস্থচালিত নলকূপের মাধ্যমে নিরাপদ (আর্সেনিক মুক্ত)পানি সরবরাহ করা ।
২। পৌরসভা ও গ্রামীন এলাকায় পাইপ লাইনে মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ ।
৩। পৌরসভা ও গ্রামীন এলাকায় স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের লক্ষে স্লাব ও রিং উৎপাদন ও বিক্রয় করা ।
৪। বিনামূল্যে নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা করা ।
৫। বিনামূল্যে সরকারী নলকূপ মেরামত ও কারিগরী পরামর্শ্ প্রদান করা ।
৬। সরকারী মূল্যে নলকূপের খুচরা যন্ত্রাংশ ও স্যানিটারী লেট্রিন (স্লাব ও রিং)বিক্রয় করা ।
৭। মাঠ পর্যায়য়ে নলকূপ তত্তাবধায়কগণকে বিনামূল্যে মেরামত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান ও স্যানিটেশন সম্পর্কে উদ্ভুদ্ধ করণ কাজ ।
৮। বন্যা ও দুর্যোগ কালীন সময়ে বিভিন্ন ইউনিয়নে নলকূপ উচু করণ ও মেরামত করণ কাজ, পানি বশুদ্ধ করণ টেবলেট বিতরন ও স্যানিটেশনের করা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS